আকাশ মারমা মংসিং >>
বান্দরবানে আর্মড পুলিশ অভিযানে ইয়াবা সম্রাট ও মাদকের ব্যবসায়ী নয়ন চৌধুরী (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার মেম্বার পাড়া অরুন চৌধুরী ভবনের সামনে তাকে আটক করা হয়।
রবিবার (৮বঅক্টোবর) সকালের আর্মড পুলিশ কার্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত নয়ন চৌধুরী (৪৫), সে পৌর শহরে ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় মৃত: অরুন চৌধুরী ছেলে। এর আগেও তিনি ইয়াবা মামলায় জেল কেটেছেন।
আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শহরের মেম্বার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাইকেল বনিক, এএসআই কামরুল হাসান, ছাইদুর রহমানসহ একটি বিশেষ টিম। এসময় মেম্বার পাড়া এলাকার থেকে তল্লাশী করে একশত আট পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারের মূল্য সাড়ে ৩২ হাজার টাকা।
আর্মড পুলিশ উপ-পরিদর্শক মাইকেল বনিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলায় রুজু করা হয়েছে।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, পার্বত্য এলাকায় নয় দেশের বিভিন্ন স্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সজাগ রয়েছে। মাদক, চোরাচালান, পাচারসহ প্রত্যেকটি অপরাধমূলক কর্মকাণ্ডকে রুখতে আর্মড পুলিশের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।