আকাশ মারমা মংসিং >>
বর্তমান সরকার অর্থনৈতিক, আর্থ সামাজিক ও উন্নয়নের ধারাসহ শিক্ষা,স্বাস্থ্যসেবাতে দেশের প্রত্যেকটি অঞ্চলে চিত্র পাল্টে দিয়েছে। যার ফলে দেশ এখন সমগ্র বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান রয়েছে বলে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটোরিয়ামের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন অনুষ্ঠানে এমন মন্তব্যে করেন বক্তারা।
এর আগে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বক্তারা বলেন, পার্বত্যঞ্চলে আমুল পরিবর্তনে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেসব বাস্তবায়ন করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বর্তমানে দুর্গম এলাকায় স্কুল, কলেজ, চিকিৎসা ও সড়ক যোগাযোগে যে পরিবর্তন ঘটেছে সেটি বর্তমান সরকার আমলে। তাই আগামীতে পাহাড়ের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান সরকার পাশে থাকার আহ্বান জানান।
এসময় ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো। এছড়াও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মিহির রঞ্জন বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।