প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
তথ্য অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এ শ্লোগানে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, আওয়ামীলীগের সহসভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো; ইমরানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।