আকাশ মারমা মংসিং >>
“যেমন কর্ম তেমন ফল” ভালো কাজ করলে ভালো ফল ও খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। তাই পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (২৭সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দুর্গম এলাকার টংকাবতী ইউনিয়নের বিভিন্ন ভিত্তির প্রস্থর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এমন মন্তব্য করেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জনবান্ধব এই আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে জনহিতকর কাজ অব্যাহত রেখেছে।
পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার রাস্তাঘাটসহ প্রতিটি দুর্গম উপজেলার ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যার ফলে পার্বত্য এলাকা চিত্র পাল্টে গেছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে সাড়ে ৫ কোটি টাকার ব্যায়ের বিদ্যালয় ভবন, ব্রিজ, কমিনিউটি সেন্টার, বৌদ্ধ বিহার ও গীর্জা উদ্বোধন করেন প্রধান অতিথি।
সবশেষে রেড ক্রিসেন্ট সোসাইটি ও হেলেন কিলার পক্ষ থেকে বন্যার ক্ষতিগ্রস্ত ৬শত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, রেড ক্রিসেন্ট সভাপতি আমল কান্তি দাশ, সহ সভাপতি আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য সিওয়ং ম্রো, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন ইয়াছিন আরাফাত, টংকাবতী চেয়ারম্যান মায়াং ম্রোসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।