প্রতিনিধি লামা >>
লামায় আব্দুর রহিম (২৪) নামে এক যুবকে নৃশংসভাবে লাটি দিয়ে মেরে খুন করেছে আপন বড় ভাই। দুই লাখ টাকার বিষয়ে ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবার।
গত(১৭সেপ্টেম্বর) রবিবার লামা ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকার গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফাইতং রাঙ্গাঝিরি এলাকার জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুর রহিম (২৪), রাঙ্গা ঝিরি এলাকার আবুল কালাম ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে খুন করে। নিহত ছোটভাই আব্দুর রহিম ২ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে প্রতিবেশীদের এসব তথ্য দেন। পরে ধামাচাপা দিতে লাশটি জঙ্গলে ফেলে দিয়ে আসেন নিহত বড় ভাই। পাশ্ববর্তী লোকজন জানাজানি হলে পুলিশ’কে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত আসামী মো. ইউনুস জিজ্ঞাসাবাদ শেষে ছোটভাইয়ের লাশ এক জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। খুনের পর ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে এমনটাই নাটক সাজিয়েছেন আসামী।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল অভিযুক্ত আসামী মো. ইউনুস কে গ্রেফতার দেখানো হয়েছে। বাকীদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।