প্রতিনিধি আলীকদম >>
সেবা উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে ও উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যর আলোকে বান্দরবানের আলীকদমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় আলীকদম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে চৌমুহনী মোড় থেকে ঘুরে এসে উপজেলা বঙ্গবন্ধু চত্বর প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী ও আলোচনা সভায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন,বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন আলীকম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন,২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন,৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ উপজেলা সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন,স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি,স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন,এ দিবসের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি- সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে।