বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচামাছ বিক্রি রুমায় মসজিদের মাঠ সংস্করণের নামে যুবলীগের নেতার অর্থ আত্মসাতের অভিযোগ বান্দরবানে কলা তত্ত্ব থেকে তৈরি “কলাবতী শাড়ি” দেশের সাড়া ফেলে দিয়েছে রাঙামাটিতে ৩টি উপেজলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন সীমান্তে দুই সীমান্তরক্ষাকারী বাহিনী মাঝে পতাকা বৈঠক বান্দরবানে পাহাড়ের শুরু হয়েছে জুমের পাকাঁ ধান কাটার উৎসব বান্দরবানের বিরল রোগে ভুগছেন সাড়ে তিন মাসে শিশু বান্দরবানে বন্যা; এলজিইডি’র ক্ষয়ক্ষতি পরিমান দেড়শত কোটি টাকা থানচিতে পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ; এখনো বিছিন্ন সড়ক যোগাযোগ দীর্ঘ ২৬ বছর পর বান্দরবানের ভয়াবহ বন্যার শেষে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

রাঙামাটিতে ৩টি উপেজলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ জন নিউজটি পড়েছেন

তুফান চাকমা, নানিয়ারচর >>

রাঙামাটির নানিয়ারচর, বিলাইছড়ি ও জুরাছড়িতে এক যোগে ৩টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।

সম্মানিত অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প বাস্তবায়ন পরিচালক মাহবুব মোরশেদ সোহেল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান বলেন, পার্বত্য অঞ্চলের খেলোয়াড় ব্যতীত যে কোনো জাতীয় দল গঠন করা অসম্ভব। এই অঞ্চলে এত সীমাবদ্ধতা থাকার পরেও খেলাধুলায় এগিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেন। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পটি প্রধানমন্ত্রীর খুব প্রিয় একটি প্রকল্প বলেই তিনি প্রত্যেক উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় আজকে মিনি স্টেডিয়াম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

দীপংকর তালুকদার এমপি বক্তব্যে বলেন, আজকে সুরকৃষ্ণ চাকমা, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা এরা শুধু নিজেদের অবস্থান তুলে ধরছেন তা কিন্তু নই। তারা পুরো দেশের জন্য মর্যাদা ও সম্মান নিয়ে আসছে। রাঙামাটিতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, স্কুল-কলেজ জাতীয়করণ, ব্রিজ, রাস্তাঘাট সহ আজ পর্যন্ত যা উন্নয়ন তা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে হয়েছে।

অংসুইপ্রু চৌধুরী বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যকটা সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই পাশাপাশি ক্রীড়াঙ্গনে উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে চিন্তা ভাবনা প্রত্যকটা উপজেলায় খেলাধুলার অনুশীলনের জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজ শুরু করেছে। তারি অংশ হিসেবে আজকে রাঙামাটির ৩টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের সূচনা। এই স্টেডিয়ামে খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের খেলাধুলার একটা পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, খেলাধুলার মান বাড়াতে সারাদেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান সরকার। ৬ থেকে ৭কোটি টাকা ব্যয়ে প্রতিটি স্টেডিয়ামে ৩তলা বিশিষ্ট একটি ভবন থাকেব। এতে থাকবে ১২৬জন ভিআইপি দর্শকের জন্য গ্যালারী, শেখ রাসেল এর একটি ম্যুরাল ও ২টি ড্রেসিং রুম। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!