বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচামাছ বিক্রি রুমায় মসজিদের মাঠ সংস্করণের নামে যুবলীগের নেতার অর্থ আত্মসাতের অভিযোগ বান্দরবানে কলা তত্ত্ব থেকে তৈরি “কলাবতী শাড়ি” দেশের সাড়া ফেলে দিয়েছে রাঙামাটিতে ৩টি উপেজলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন সীমান্তে দুই সীমান্তরক্ষাকারী বাহিনী মাঝে পতাকা বৈঠক বান্দরবানে পাহাড়ের শুরু হয়েছে জুমের পাকাঁ ধান কাটার উৎসব বান্দরবানের বিরল রোগে ভুগছেন সাড়ে তিন মাসে শিশু বান্দরবানে বন্যা; এলজিইডি’র ক্ষয়ক্ষতি পরিমান দেড়শত কোটি টাকা থানচিতে পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ; এখনো বিছিন্ন সড়ক যোগাযোগ দীর্ঘ ২৬ বছর পর বান্দরবানের ভয়াবহ বন্যার শেষে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

আলীকদমে ছাত্রদল উদোগে বই বিতরণ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি আলীকদম >>

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপহার স্ব-রুপ একাদশ শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫) সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলীকদম উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর উপহার স্ব-রুপ একাদশ শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ ও ছাত্র সমাবেশ এর আয়োজন করা হয়।

এসময় ছাত্রদলের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানে ৫ জন এ প্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ৩৫ জন অসহায় দরিদ্র পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দেওয়া হয়।

বই বিতরণ ও ছাত্র সমাবেশে আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুরুল সাফা ভূঁইয়া বাবু’র সভাপিত্বে  এবং আলীকদম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ম্যামাচিং মার্মা,সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি।

এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

বই বিতরণ ও ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা,আলীকদম উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ মাশুক আহমেদ,আলীকদম উপজেলা বিএনপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো আবুল কালাম,সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আবু হানিফ,আলীকদম উপজেলা যুবদলের সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন,৩নং নয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি যখন গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন সভা সমাবেশ এর আয়োজন করে তখন পুলিশ বাহিনী কে দিয়ে আমাদের অধিকার আদায় বন্ধ করতে চায়। আওয়ামী ফ্যাস্টিস সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা,গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী করে চলছে সারাদেশে। মাঠে যেন কেউ কোন মিছিল মিটিং করতে না পারে সে জন্য সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে।

বিএনপির একটি নেতা বেঁচে থাকাকালীন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে দিবে না। যারা আজ ক্ষমতায় গিয়ে মিথ্যা ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করে থাকতে চায় তারা গণতন্ত্র বোঝে না,গণতন্ত্র কি…? পৃথিবীর কেউ সারাজীবন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নির্যাতন নিপিড়ন হত্যা,গুম আর রাষ্ট্রের টাকায় লুটপাট শুরু করেছে। একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!