তুফান চাকমা, নানিয়ারচর >>
রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)’র ৮৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুব সমিতির সভাপতি রতন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি এলটন চাকমা সহ এলাকার কার্বারিরা বক্তব্য রাখেন।
বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমা কে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তিনি পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত ছিলেন। নিপীড়িত, নির্যাতিত ও অধিকারহারা জাতি ও মানুষের পরম বন্ধু হিসেবে দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন। জুম্ম জাতীয় অধিকার রক্ষার্থে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমরা কখনো তা ভুলতে পারবো না।
উল্লেখ্য, ১৯৩৯ সালে নানিয়ারচরের মহাপুরম গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে মানবেন্দ্র নারায়ণ লারমা জন্মগ্রহণ করেন। তিনি একজন শিক্ষাবিদ, বিপ্লবী নেতা, সংগঠক, সমাজ সেবক, নিপীড়িত জাতি ও জুম্ম জনগণের একনিষ্ঠ বিপ্লবী বন্ধু, কঠোর সংগ্রামী ও সৃজনশীল মেধার অধিকারী ছিলেন। ১৯৭০ সালে পাকিস্তানে প্রাদেশিক পরিষদে পার্বত্য চট্টগ্রাম উত্তরাঞ্চল হতে আওয়ামীলীগ প্রার্থীসহ সকল প্রতিদ্বন্দীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।