তুফান চাকমা, নানিয়ারচর >>
রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, সহ-সভাপতি শীলা রায়, কোষাধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনসার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার, জনতা শেখর চাকমা প্রমুখ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। সকল নেতাকর্মীদের বিভেদ-বিভাজন ভুলে গিয়ে আগামী ৩ মাস পর্যন্ত এক যোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেওয়া হয় বলে নেতাকর্মী সূত্রে জানা যায়।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।