আলীকদম প্রতিনিধি >>
বান্দরবানের আলীকদম উপজেলায় ৪৬ হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পোয়ামুহুরী বাজার সংলগ্ন নৌকার ঘাট এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মেনডম ম্রো (৩১) ও মেনরিং ম্রো (২৬)। তারা ওই ইউনিয়নের তংলেং পাড়া তননেইন ম্রো-এর দুই ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে আলীকদম থানা পুলিশ ও পোয়ামুহুরী ক্যাম্পের সেনাবাহিনী কর্তৃক ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ৪৬ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৭৫ হাজার টাকা।
শুক্রবার (৮ সেপ্টম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।