প্রতিনিধি রাঙামাটি >>
রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দ্বীপিতা চাকমা (২৬) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাজেকে বন্ধুদের সঙ্গে যাওয়ার পথে বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকা থেকে তিনি অপহরণের শিকার হন। তাঁকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে মাস্টার্সে পড়ুয়া দ্বীপিতা চাকমা বুধবার খাগড়াছড়ি জেলা শহর থেকে তাঁর বিশ্ববিদ্যালয়ের একদল বাঙালি সহপাঠীদের নিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়িতে করে সাজেকে পর্যটন কেন্দ্রে রওনা দেন। এসময় বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন শিজকছড়া নামক এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গাড়ি গতিরোধ করে দ্বীপিতা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কারা কি কারণে তাঁকে অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দ্বীপিতা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুললাল চাকমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একদল দুর্বৃত্ত অপহরণ করে সাজেকের উদয়পুরের দিকে নিয়ে গেছে বলে শুনেছি। তবে কারা নিয়ে গেছে জানা যায়নি।
সাজেক থানার ওসি নূরুল হক জানান, ঢাবির ছাত্রী দ্বীপিতা চাকমা বিশ্ববিদ্যালয়ের একদল বাঙালি সহপাঠীদের সঙ্গে নিয়ে সাজেক পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। শিজকছড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ সম্ভাব্য স্থানে উদ্ধারের জন্য অভিযানে নেমেছে।