প্রতিনিধি লামা >>
লামায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পৌর শহরে মহাশোভাযাত্রার আয়োজন করা হয়।এসময় লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গন থেকে মহাশোভাযাত্রা বের করা হয়। অংশ নেন বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বাজার এলাকা, ছোট নুনারবিল, বড় নুনারবিল, মধুঝিরি সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা হরি মন্দির কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক ও হরি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। মহাশোভাযাত্রায় আশপাশের কয়েকটি ইউনিয়ন ও মন্দিরের ভক্ত পূজারিরা র্যালীর মাধ্যমে অংশ নেয়।