প্রতিনিধি লামা >>
বান্দরবানের লামায় গরু ভাগাভাগির ঘটনায় শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত- শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী।
হত্যাকারীরা হলেন- শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩)।
স্থানীয়রা জানান, বাড়িতে একটি গরু ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ের মা ও তার ছেলে শামসুন্নাহার বেগমকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে থেকে স্থানীয়রা আহত ব্যক্তি শামসুন্নাহার কে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের সুরতহাল চলছে। অভিযুক্ত ব্যক্তিদ্ব্র স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মামলার প্রক্রিয়াধীন।