বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বাঙ্গালহালিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচামাছ বিক্রি রুমায় মসজিদের মাঠ সংস্করণের নামে যুবলীগের নেতার অর্থ আত্মসাতের অভিযোগ বান্দরবানে কলা তত্ত্ব থেকে তৈরি “কলাবতী শাড়ি” দেশের সাড়া ফেলে দিয়েছে রাঙামাটিতে ৩টি উপেজলায় এক যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন সীমান্তে দুই সীমান্তরক্ষাকারী বাহিনী মাঝে পতাকা বৈঠক বান্দরবানে পাহাড়ের শুরু হয়েছে জুমের পাকাঁ ধান কাটার উৎসব বান্দরবানের বিরল রোগে ভুগছেন সাড়ে তিন মাসে শিশু বান্দরবানে বন্যা; এলজিইডি’র ক্ষয়ক্ষতি পরিমান দেড়শত কোটি টাকা থানচিতে পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ; এখনো বিছিন্ন সড়ক যোগাযোগ দীর্ঘ ২৬ বছর পর বান্দরবানের ভয়াবহ বন্যার শেষে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র

আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে কারিতাসের নগদ অর্থ ও উপকরণ বিতরণ

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৪ জন নিউজটি পড়েছেন

প্রতিনিধি আলীকদম >>

বান্দরবানের আলীকদমে সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শত পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে নগদ অর্থসহ ওয়াশ কিট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম উপজেলার পরিষদের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এই সহায়তা বিতরণ করা হয়।

বান্দরবানের আলীকদম উপজেলার ৪ টি ইউনিয়নে পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্প Alert BO-45 Flood and Landslides in Bandarban, Rangamati and Cox’s bazar এর আওতায় কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় ১নং সদর ইউনিয়ন হতে নির্বাচিত ২ শত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ,ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ৫,৫০০টাকা নগদ এবং ওয়াশ কিট হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি(২০ লিটার),২টি জরিক্যান(৫লিটার),৪টি গোসলের সাবান,৪টি কাপড় ধোয়ার সাবান,৪টি পুন:ব্যবহারযোগ্য সুতির কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন),১টি প্লাস্টিক মগ,১২প্যাকেট ওরস্যালাইন, ২বোতল খাবার পানি এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়। ৫৮ পরিবারের মাঝে শেল্টার কিট (তারপলিন ১২×১৫ ফুট ও রশি ৮০ ফুটসহ) বিতরণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমল বাকি ইউনিয়ন সমূহে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান।

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে নগত অর্থ,ওয়াশ কিট, ও শেল্টার কিট বিতরণ অনুষ্ঠানে সদর ইউপি সদস্য আব্দুল মুবিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের টিম লিডার এ.জে.এম মাজাহারুল ইসলাম, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,কারিতাসের উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন চাকমা আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মুবিনসহ কারিতাসেনর বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব বলেন: সাম্প্রতিক বন্যায় পাহাড়ী ঢলে ৪ টি ইউনিয়নের ১২ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষের ঘরবাড়ি ও ফসিলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রায় পরিবারকে সহয়তা করেছি,বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তাদের পর্যাপ্ত পরিমান সহযোগীতা প্রয়োজন,এই রকম পরিবারকে সাহায্য করার জন্য ইউপির সদস্যদের অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!