পাহাড় কণ্ঠ ডেস্ক >>
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল শুরু হয়েছে। উপজেলার ৫ ইউপির দশটি দল নিয়ে উপজেলা পরিষদ মাঠে চূড়ান্ত পর্বের খেলা আজ ৩ সেপ্টেম্বর (রবিবার) বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠকে সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। কোমলমতি শিশুদের খেলা উপভোগে সকাল থেকেই মাঠের চারিপার্শ্বে দেখা যায় দর্শনার্থীর উপচেপড়া ভীড়। সকাল নয়টা থেকে অনুষ্ঠিতব্য খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। জাতীয় সংগীতের পর পরই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা।
দিনের উদ্বোধনী খেলায় নালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকার ভারতবর্ষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-৪ গোলে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন জুবাইর ইমন। তার দু’সহযোগী ছিলেন রাশেদুল ইসলাম ও নয়ন উদ্দিন রানা। এ সময় খেলা উপভোগ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, এডিন চাকমাসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দরা।