প্রতিনিধি আলীকদম >>
বান্দরবানের আলীকদমে আগুনে পুড়ে গেল অর্ধকোটি টাকার পাহাড়ি ফুল ঝাড়ুর গুদাম এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চৌমুহনী এলাকার একটি পাহাড়ি ফুল ঝাড়ুর গুদামে আগুনের ঘটনা ঘটে।
পাহাড়ি ফুলঝাড়ুর ব্যবসায়ি মোঃ আবুল কালাম বলেন “বিক্রির জন্য সংরক্ষণ করে রাখা হয় ওই ফুলঝাড়ু গুলো, গুদামে ১ কোটি ৭০ লাখ পাহাড়ি ফুল ঝাড়ুর কাঠি ছিল। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৭০ লাখ টাকা”। এদিকে পাহাড়ি ফুল ঝাড়ুর গুদামে আগুন লাগার সঠিক কারণ বলতে পারেনি সংশ্লিষ্ট কেউ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,“রবিবার দিবাগত রাত ১১ টার সময় ধোয়া দেখতে পেয়ে উপজেলা ফাইয়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর আগে থেকে স্হানীয়রা পানি দিলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গেছে।
আলীকদম ফাইয়ার সার্ভিস এষ্টেশনের সাব অফিসার- আবুল মনসুর চৌধুরীর বলেন ” আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায়, শুকনো ফুলঝাড়ু হওয়া দ্রুত আগুন ছড়িয়ে পরেছে। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্র আনা হয়। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে ৭ ঘন্টা সময় লাগে। পানি দেওয়ার পর ধুকেধুকে আগুন জ্বলার কারণে এই সময় ব্যায় হয়।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি যে শ্রমিকরা কাজ করার সময় বিড়ি-সিগারেট জাতীয় আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নির্বাপণের কাজে ২টি ইউনিটের ১৭ জন্য ফাইয়ার ফাইটার একযোগে চেষ্টা চালায়,এতে আনুমানি ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।