খাগড়াছড়ি প্রতিনিধি >>
ধর্ষণ চেষ্টার অভিযোগে খাগড়াছড়ির মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল মিয়া (৩৩) কে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ।
সোমবার(২১ আগষ্ট) সকাল ১১ টার দিকে অভিযুক্ত ব্যাক্তির এলাকায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর প্রত্যক্ষ নির্দেশনায় মহালছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খান এর নেতৃত্বে সঙ্গীয় একটি চৌকস দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
জানাগেছে, রবিবার(২০ আগস্ট) সকাল ১০ টার দিকে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ডিপি পাড়া এলাকার এক যুবতী নারীকে (২০) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মো: সোহেল মিয়া।
এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ভিক্টিম চিৎকার করলে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ততক্ষণে মোটরসাইকেলযোগে অভিযুক্ত মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল মিয়া (৩৩) পালিয়ে যায়।পরবর্তীতে মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইন২০০০(সংশোধন) ২০০৩ এর ৯(৪) (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।