প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়িতে মৎস্য পোণা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার ( ২০ আগষ্ট) সকাল ১১ উপজেলা পরিষদ পুকুরে এ মৎস্য পোণা অবমুক্ত করা হয়।
উদ্বোধনী এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
এতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে মংহ্লা ওয়াই মার্মা ও শামীমা আক্তার গুন্নু, উপজেলা মৎস্য অফিসার মাকসুদ আহমদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা,মৎস্য চাষি ও গণমাধ্যমকর্মী সহ অনেকে।
কর্মকর্তারা বিজিবি পুকুর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর,মৎস্য চাষিদের পুকুর সহ অর্ধশতাধিক পুকুরের জন্যে মৎস্য পোণা বিতরণ করা হয়।