প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানান কর্মসূচিতে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭আগস্ট) দিনব্যাপী উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন এই দিবস যথাযথভাবে পালন করে।
শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও, বাংলাদেশ আওয়ামীলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা ও অঙ্গ-সংগঠনের নেতৃত্বে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,শোক র্যালি,আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করেন।
অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি এই দিবসে ৯জনকে ৫লক্ষ ২০ হাজার টাকা বিভিন্ন প্রকল্পে ঋণ বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জেড সেলিম, হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি আবু তাহের কোম্পানি ও সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যনেওয়ান চাক,প্রমুখ উপস্থিত ছিলেন।