প্রতিনিধি নানিয়ারচর >>
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
অন্যান্যের মধ্যে নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. নুয়েন খীসা, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানা অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্ধ, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু দীর্ঘদিন ধরে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে সংগ্রাম করেছিলেন। তাঁর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, থানা, নানিয়ারচর প্রেস ক্লাব, আনসার ভিডিপি সহ বিভিন্ন দপ্তর থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।