প্রতিনিধি আলীকদম >>
গুড়িগুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযথ ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে বান্দরবানের আলীকদমে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫আগষ্ট) সকালে আলীকদম উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া মাহফিল এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি সূচনা করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দীন এমএ, সাধারন সারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুংড়ি মং মার্মা,
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক জমির উদ্দিনসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মী ও সকল সহযোগি সংগঠসের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
পরে আলীকদম উপজেলার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল,বিভিন্ন এতিমখানার অনাথ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব,আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গন উপজেলার বঙ্গবন্ধু মঞ্চে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মকর্মচারি ও দলীয় নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,আলোকচিত্র প্রদর্শনী,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।