প্রতিনিধি রাজস্থলী >>
টানা বৃষ্টিতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া বাসিন্দারা বাজারে উপর দিয়ে চলাচল করে থাকেন। কিন্তু জলাবন্ধতা ফলে হাটু সমান পানি উঠে বাজারের অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয় বাজারের পাশ ঘেঁষে দক্ষিনেশ্বর কালী মন্দিরের পিছনে বসবাসরত পরিবারগুলো পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পোহাতে হয়।
এদিকে গেল শুক্রবার স্থানীয়সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর নির্দেশে বাঙ্গালহালিয়া বাজারের ড্রেন পরিস্কার মাঠে নামে বাজার পরিচালনা কমিটি।
বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী বলেন, বাঙ্গালহালিয়া একটি ঐতিহাসিক বাজার। বিশেষ করে রাজস্থলী উপজেলা, বান্দরবান সদর, পদুয়া রাজারহাট, রাঙ্গামাটি, চট্রগ্রাম যাতায়াতের একমাত্র মধ্যস্থল। বাজার উপর দিয়ে দৈনিক লোকজন আসা যাওয়া সহ শত শত যানবাহন চলাচল করে। তাই বর্ষা মৌসুমে বিশেষ করে বাজারের নালা – ড্রেন গুলো পরিষ্কার না করায় জলবদ্ধতার একটি অংশ বলে মনে করেন।
তিনি বলেন, নিবার্হী কর্মকর্তার নির্দেশে গত দুই দিন ধরে বাজারে ড্রেন গুলো পরিষ্কার উদ্যোগ হাতে নিয়েছে বলে জানান। তবে বাজারের ড্রেন গুলোতে প্রচুর পরিমাণের ময়লা আবর্জনা ভরা ছিলো বলে দাবি করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাশ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার মাধ্যমে বিষয়টি অবগত হলে বাঙ্গালহালিয়া বাজারের ড্রেন গুলো পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। কেননা বাঙ্গালহালিয়া বাজারে বান্দরবান বাস কাউন্টারে সামনের একটি কালভার্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য রাঙ্গামাটি সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট অনুরোধ করেছেন বলে জানান।
এদিকে বাঙ্গালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত বেদখলের বিরুদ্ধে এবং সরকারি খাস জায়গা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন রাঙ্গামাটি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।