রাঙ্গামাটি প্রতিনিধি >>
পাহাড়ের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘গণমাধ্যম কর্মীদের লেখনিতে পাহাড় দ্রত উন্নত হচ্ছে। পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। রাজস্বখাতে আয় বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান হচ্ছে বেকারদের। আধুনিকতার ছোয়া লেগেছে পাহাড়ের পথ প্রান্তরে।
রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় নিউজ২৪ চ্যানেল ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, নিউজ২৪ বস্তুনিষ্ঠার পাশাপাশি বাস্তব চিত্র তুলে ধরে মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করছে।
সভা শেষে নিউজ২৪ চ্যানেলের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।