প্রতিনিধি আলীকদম >>
বান্দরবানের আলীকদম উপজেলায় পান বাজারে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে মত বিনিময় সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬জুন) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় আগামী ১১ জুন চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও সেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার আগে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি আলীকদম উপজেলা পানবাজার চম্পট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে শুরু হয়ে আলীকদম উপজেলা বিএনপি অস্থায়ী দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
মতবিনিময় সভায় আলীকদম উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জহির উদ্দিন মাসুম সভাপতি বান্দরবান জেলা যুবদল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাশুক আহমেদ, আহবায়ক আলীকদম উপজেলা বিএনপি,মোঃ জুলফিকার আলী ভুট্টো যুগ্ম আহ্বায়ক, আলীকদম উপজেলা বিএনপি,মোঃ মারুফ উদ্দিন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,আলীকদম উপজেলা জাতীয়তাবাদী যুবদল,মোঃ জামাল উদ্দিন সদস্য আলীকদম উপজেলা জাতীয়তাবাদী যুবদল, মোঃ আব্দুল কাদের বাবলু,আহ্বায়ক ৩নং নয়াপাড়া ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদল,মোঃ সাদ্দাম হোসেন সদস্য সচিব,আলীকদম উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল,জেসলিন মার্মা সদস্য আলীকদম উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল, মোঃ ছাবের মিয়া যুগ্ম আহ্বায়ক,আলীকদম সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল,মোঃ জনাব মিজানুর রহমান আহ্বায়ক সদস্য আলীকদম উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যুবদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী ১১ জুন চট্টগ্রাম তারুণ্যের সমাবেশ উপলক্ষে আলীকদম উপজেলা বিএনপি’র যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদল এর সকল নেতৃবৃন্দদের সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহবান করেন।
বক্তারা আরও বলেন,বর্তমান অবৈধ সরকার বিদ্যুৎ গ্যাস দ্রব্যমূল্যের উর্ধগতি গুম খুন অপকর্ম চালাচ্ছে ,বিরোধী দলের আন্দোলন- সমাবেশ ও পদযাত্রা দেখে ভীত হয়ে নেতা- কর্মীদের গায়েবি মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। অবৈধ সরকার কে প্রতিহত করতে আন্দোলন গড়ে তুলতে হবে তাই আলীকদম উপজেলা বিএনপি অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই মিলে চট্টগ্রাম সমাবেশেকে সফল করার জন্য আহ্বান করেন।