প্রতিনিধি রোয়াংছড়ি >>
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুনীর্তি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার আয়োজনে উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের “যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুনীর্তিই প্রধান অন্তরায়” বিষয়ের ৯ম শ্রেণী ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খান মডারেটর ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক বোধিপ্রিয় তঞ্চঙ্গ্যা, উপজেলা দুনীর্তি দমন কমিশন কমিটির সাধারণ সম্পাদক উথোয়াই মাস্টার।এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রনি মজুমদার, মোহাম্মদ রাকিব।
এসময়ে অংশগ্রহন করেন ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীর বিপক্ষ দলে অংশগ্রহণ করেন প্রভাব তঞ্চঙ্গ্যা, রোয়াল কিম পার বম, সাইশৈউ মারমা, ৯ম শ্রেনীর ছাত্র-ছাত্রীর পক্ষে ডটিংটি মারমা, রুবি আক্তার, বাটিংহ্লা মারমা।
দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় ” যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুনীর্তিই প্রধান অন্তরায় বিষয়ের বিচারকের ফলাফল পক্ষ দল-১৩০ নম্বর ও বিপক্ষ দল ১৩১ নম্বর পেয়ে বিজয়ী ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদেরকে পুরস্কার বিতরণ মাধ্যমে সমাপ্ত করেন।