প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টার সময় বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদরাসার ছাত্র, ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।
বিকাল সাড়ে তিনটার সময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন ও কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বাবু ক্যানওয়ান চাক।
প্রেস ক্লাবের সদস্য তৈয়বুল্লাহর কোরআন তেলোয়াত ও ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আবদুল হামিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সাব ইনস্পেক্টর সৌরভ, উপজেলা আওয়ামি যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী হোসাইন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সাঙ্গু র নাইক্ষংছড়ি প্রতিনিধি ইফসান খান ইমন, প্রেসক্লাব সদস্য জয়নাল আবেদীন টুক্কু, হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ ইউনুচ, মাহমুদুল হক বাহাদুর, তৈয়বুল্লাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, ছাত্রলীগের সদস্য জসিমউদদীন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বাবু ক্যানওয়ান চাক কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।