নিজস্ব প্রতিনিধি >>
“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হয় সকলে’ এই প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানের উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
সোমবার (৫জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় অংশ নেন শিক্ষার্থীর, পরিবেশ সংগঠনসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়।।
এসময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় পাবর্ত্য এলাকায় যত্রতত্র অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, গাছ কাটা ও নদীর পানিতে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান। এছাড়াও সুস্থ ও সুন্দরভাবে আগামী প্রজন্মকে বেড়ে ওঠতে বেশি বেশি ফলজ, বনজ ও ওষুধী চারা লাগানোর অনুরোধ করেন। বক্তারা প্লাস্টিক পণ্য ব্যবহার ও এর দূষণ বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এস এম শাহনেওয়াজ, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট আব্দুস ছালামসহ সরকারি-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।