আকাশ মারমা মংসিং >>
বান্দরবানের ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্টের কালাঘাটা জিটিএল ১-০ গোলের ফাইনালে ফিরতি লেগের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান। তবে এইবার গোল্ডকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লোহাগাড়া একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান।
আজ বিকালের ঐতিহ্যবাহী রাজার মাঠে সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় মুখোমুখি হয় কালাঘাটা জিটিএল বনাম ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান। শুরুতে ৪৫ মিনিটের খেলা ছিল অসাধারণ মুহুর্ত। পাল্টাপাল্টি আক্রমন ছিল দুই দলেরই মধ্যে। যেমন আক্রমন তেমনি খেলার উপভোগে চারিদিকে ছিল মাঠভরা দর্শক। খেলায় বিপক্ষ দল কালাঘাটা জিটিএল চাপ ছিল ফ্রেন্ডস ক্লাবের অনুকুলে। গোলের দেখা না পেলেও বিরতি পর ছিল দুই দলের এক মুহুর্ত আক্রমনের দৃশ্য। কর্ণার ও ফ্রী কিক বেশী দেখা গেছে ফ্রেন্ডস ক্লাব দিকে। ৮৫ মিনিট মাথায় কর্ণার কিক হেট শর্টের কালাঘাটা জিটিএল জালে বল ফেলেন ২৩নং পরিহিত জার্সি খেলোয়ার এক্য মারমা। শেষ মিনিটে কালাঘাটা অনেক চেষ্টার পর ও গোল দেখা না পেলে ৯০ মিনিটে বাশি বাজিয়ে দেন বাফুফে রেফারি আশুতোষ।
এদিকে কালাঘাটা জিটিএলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখান ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান। ফাইনালে মুখোমুখি হবে লোহাগাড়া একাদশ। তবে কবে নাগাদ ফাইনাল খেলা শুরু হবে এ ব্যাপারে নির্ধারিত সময় জানায়নি ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজকরা।