প্রতিনিধি লামা >>
লামা উপজেলা ও পৌর শাখায় জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’ সম্পন্ন হয়েছে। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি মো.মুছা কোম্পানি ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলার সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস,আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ প্রমুখ।
ক সম্মেলনে মো. নাছির উদ্দিন কে সভাপতি ও মো. শাহেদ উদ্দিন কে সাধারণ সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়।
অপরদিকে উশৈই থোয়াই মার্মা কে সভাপতি ও মো.নুরুল আবচার শামীম কে সাধারণ সম্পাদক করে আংশিক পৌর কমিটি গঠন করা হয়। শেষে আনুষ্ঠানিক ভাবে গঠিত কমিটির সকল নেতৃবৃন্দের নাম ঘোষনার পর গঠিত কমিটি অনুমোদন দেন,জাতীয় শ্রমিক লীগের বান্দরবান জেলা সভাপতি মো. মুছা কোম্পানি ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান উন্নয়নে রোল মডেল ও আদর্শ জেলায় পরিণত হয়েছে। মন্ত্রীর এই প্রচেষ্টায় বান্দরবান জেলার ৭টি উপজেলায়, ব্রিজ,কালভার্ট,স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ,মন্দির,গীর্জা,সড়কসহ ব্যাপক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়েছে।
প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধারণের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এবং সকল বিবেধ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সুশৃঙ্খলভাবে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।