আকাশ মারমা মংসিং>>
বান্দরবানের ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্টের ১ -০ গোলে খাঁন ফুটবল একাদশ দলকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান।
আজ বিকালে রাজার মাঠে ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ টুর্নামেন্ট ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান মুখোমুখি হয় খাঁন ফুটবল একাদশ।
এদিকে খেলা শুরুতে দু’ পক্ষে টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমন করতে থাকে । খেলার বিরতি পর ১৫ মিনিট ব্যবধানে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান ৪নং পরিহিত জার্সি খেলোয়ার রকি মারমা বিপক্ষে জালের বল ফেলে টিমকে উৎসাহ বাড়িয়ে তুলেন। এরপরই পালটা আক্রমন চেষ্টা করতে থাকেন খাঁন ফুটবল একাদশ । কিন্তু শেষ মিনিটে গোলের দেখা না পেলে হেরে যান খাঁন ফুটবল একাদশ।
ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করছেন রকি মারমা।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচে নির্বাচিত হন ৪নং পরিহিত জার্সি খেলোয়ার রকি মারমা। এবং অতিথি নিকট পুরষ্কার তুলে দেওয়া হয়।
এদিকে আগামীকাল বিকালে কিংস অব বনরুপা মুখোমুখি হবে কালাঘাটা জিটিএল।