প্রতিনিধি খাগড়াছড়ি >>
খাগড়াছড়ি দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন।
শুক্রবার (২৬ মে) বিকালে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে এ শান্তি সমাবেশ করে। এর আগে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশস্থলে জমায়েত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া’র সভাপতিত্বে সহ-দফতর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল্লাহ হিরো,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরাসহ আরও অনেকে।
এতে বক্তারা বলেন,ষড়যন্ত্র ও নৈরাজ্য আগুন সন্ত্রাস করে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না। বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই আগুন,প্রেটোল সন্ত্রাসসহ সাধারন মানুষের প্রাণহানির মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিরোধ করতে চায়। আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে।
এছাড়াও বিএনপি সরকার আমলে খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী হত্যাসহ বিশৃঙ্খলার ফিরিস্তি তুলে ধরে বিএনপির আর কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন।
অন্যদিকে, বিএনপি খাগড়াছড়িতে সমাবেশে যাওয়ার পথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি।