প্রতিনিধি খাগড়াছড়ি >>
বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার(২৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জেলার রামগড় উপজেলার রামগড় ইমিগ্রেশন ভবনের সামনে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বারৈয়ার হাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরন ৩৮ কি:মি। যার ব্যয় ধরা হয়েছে ১১০৭.১২ কোটি টাকা। এরমধ্যে জিওবি ৫১৩.০৫ কোটি দেখানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে।
৩৮ কি:মি সড়কের প্রশস্তকরন করা হবে ২২.৭০ কি:মি। ১৩.৮০ সড়ক উঁচুকরন করা হবে।