প্রতিনিধি লামা >>
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে লামার উপজেলা পৌর আওয়ামীলীগ উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় মিছিলটি উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়কের মোড়ে গিয়ে সমাবেশ করে। পরে শুরু হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন।
লামা পৌর আওয়ামীলীগ সভাপতি, কাউন্সিলর মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে লামা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদষ্টা, স্থানীয় সরকার পরিষদ বান্দরবান এর সাবেক সদস্য মোঃ আবু মুছা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ফাতেমা পারুলসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।