প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২মে) বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড় হয়ে পূনরায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যান ওয়ান চাক, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাত্তার, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশটি বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দাতা দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।