প্রতিনিধি লামা >>
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (২২মে) বিকালবেলা নয়াপাড়া অস্থানীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নয়াপাড়া প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বানিয়ার ছড়া চত্বরে স্টেশন মোড়ালে এসে এক উপস্থিত সভায় মিলিত হন নেতৃবৃন্দরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এছাড়াও ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. ওমর ফারুক, সহ-সভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, নাজেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, কৃষকলীগ সভাপতি মেম্বার মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল সহ প্রমুখ।
লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বক্তব্য বলেন, জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েই এদেশে এসেছেন বলেই আজকে আমরা এই উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশে পদার্পণ করতে পেরেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারেবারে হত্যা করার জন্য বিএনপি কুচক্রী মহল এদেশে নীলনকশা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এদেশের মানুষ আগুন সন্ত্রাসকে সাপোর্ট না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপন করে নিয়েছেন। রাজশাহী জেলা বিএনপি আবু সাইদ চাঁদ জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির দিয়েছে তারই প্রতিবাদে আজকে সারাদেশে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। এসব কুচক্রীদের আমরা একটি ম্যাসেজ দিতে চাই আওয়ামী লীগ যতদিন আছে, এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ যতদিন আছে ততদিন আমাদের নেত্রী শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। এদেশে অন্ধকারদের জায়গা হবে না তোমরা সর্তক হয়ে যাও।