নিজস্ব প্রতিনিধি >>
“মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ভূমিহীন থাকবে নাহ কেউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমিসেবা।
এই উপলক্ষে সোমবার (২২মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে সম্মেলন কক্ষে শুরু হয় জনসচেতনতা মূলক সভা।
এসময় জায়গায় জমি বিরোধ, অবৈধভাবে ভুমি দখল, দালাল চক্রে মাধ্যমে বিরাম্বনাসহ নানা সমস্যা সেসব তুলে ধরা হয়। এবং এসব সমস্যা সমাধানের দ্রুত প্রতিকারের আহ্বান জানান বক্তারা।
সভায় বক্তব্যে রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক ও প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা,৩১৪নং সুয়ালক মৌজা হেডম্যান মংথোয়াইচিং মারমাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহকারীর কমিশনার অরূপ রতন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবাসহ গণমান্যব্যক্তি বর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়য়বৃন্দ উপস্থিত ছিলেন।