নিজস্ব প্রতিনিধি >>
বান্দরবানের থানচি – রুমা দুই উপজেলা সীমান্তে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরনের জুয়েল ত্রিপুরা (২৭) এক ব্যক্তি নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আব্রাহাম ত্রিপুরা (৩৫) নামে আরো একজন।
বুধবার (১৭ মে) রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্লোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন, জুয়েল ত্রিপুরা (২৭), ও আহত ব্যাক্তি আব্রাহাম ত্রিপুরা (৩৫)। তারা রুমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসি রাম পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফাইনং পাড়া থেকে স্লোপি পাড়া উদেশ্যে রওনা দেন দুই যুবক। রেমাক্রি- প্রাংসা ইউনিয়নের স্লোপি পাড়ায় কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট ( কেএনএফ) আস্তানায় পৌছালে ল্যান্ড মাইন বিস্ফোরন হয়। ঘটনাস্থলে জুয়েল ও আব্রাহাম ত্রিপুরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ত্রিপুরাকে মৃত ঘোষনা করেন। অপরজনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক ইয়াসিন আহমেদ বলেন, ময়না তদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং রুমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিত যোগাযোগ করে মামলা প্রক্রিয়াধীন।