প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি>>
নাইক্ষ্যংছড়ি উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক,উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল লালু, সাধারন সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা বেগম ও সাধারণ সম্পাদক প্রমি মার্মা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ নুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফায়সাল আজাদ,যুগ্ন সাধারণ সম্পাদক মুনিনুল আলম মুমু,উপজেলা শ্রমিকলাীগের সাধারণ সম্পাদক নরুল আজিম সহআওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।