নিজস্ব প্রতিনিধি >>
টাঙ্গাইলে অভিযান চালিয়ে 1xbet অনলাইন জুয়া আইডিসহ মোঃ মনির হোসেন(২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
গতকাল সন্ধ্যায় ৭ টার দিকে সখিপুর উপজেলার দেবরাজ বাজারে অভিযান পরিচালনা করে চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত – মনির হোসেন(২৯), তিনি সুখিনপুন থানা দেবরাজ গ্রামে মো. বেল্লাল হোসেন ছেলে।
আর্মড় পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান দিক নির্দেশনায় এসআই সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে দেবরাজ বাজারে জনৈক আশিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তল্লাসি চালিয়ে একটি মোবাইল ও দুইটি সিম এবং এক্সবেট আইডিসহ তার একাউন্টে থাকা সাড়ে ছাপান্ন হাজার টাকা উদ্ধার করা হয়।
বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বলেন, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।