প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাচারকাজে ব্যবহারিত একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার( ১১ মে) আনুমানিক সাড়ে ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ। ঘুমধুম ইউপির ৬নং ওয়ার্ডস্থ বড়ুয়া পাড়ার মেম্বার ঘাটা সড়কের রাস্তার উপর সন্দেহজনক একটি অটোরিক্সা তল্লাসী করে ৪৮ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানার ৪নং রাজাপালং ইউপির ৮নং ওয়ার্ডের মো: আলী হোসেনের পুত্র মোঃ ওসমান(২২)।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্র পুলিশের টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বিদেশী মদসহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন পুলিশে মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহা বলেন, আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।