প্রতিনিধি নানিয়ারচর >>
রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর উপর প্রতিপক্ষের অতর্কিত হামলা হয়েছে। এসময় তার সাথে বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেনও হামলার স্বীকার হয়েছেন। এতে দুজনেই গুরুতর আহত হন। ঘটনার পর পরেই নানিয়ারচর সেনাবাহিনীর টহল টীম এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় উদ্ধার করে নানিয়ারচর হাসপাতালে নিয়ে যান।
সোমবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮নং টিলার নূর হোসেনের চায়ের দোকানে আব্দুল ওহাব হাওলাদার অবস্থান করার সময় প্রতিপক্ষের লোকেরা অতর্কিত ভাবে এ হামলা করেন বলে তিনি অভিযোগ তোলেন।
এ বিষয়ে সভাপতি আব্দুল ওহাব হাওলাদার বলেন, আমাকে দলীয় কোন্দলের জন্য এভাবে আমার উপর প্রতিপক্ষের লোকেরা হামলা চালায়।
প্রতিপক্ষ কারা হামলা করেছেন জানতে চাইলে প্রতিবেদককে সভাপতি বলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য মোঃ শহিবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল, বগাছড়ির হাফিজুল, সাবেক বুড়িঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজামান সহ ১০/১২ জন লোক এসে অতর্কিত হামলা চালায় এবং দোকান ভাংচুর করেন।
এবিষয়ে নুরজামানের মুঠোফোনে কল দেওয়া হলে ফোন বন্দ পাওয়া যায়। শাহিন আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রাঙ্গামাটি আছেন বলে জানান। এছাড়া শহিবুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বগাছড়ি আছেন বলে জানান যা প্রতিবেদকের মুঠোফোনে রেকর্ড রয়েছে।
স্থানীয় বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে হামলাকারীরা নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার অনুসারী।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, আমি ঘটনাটি শুনেছি আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে। এখনো থানায় অভিযোগ বা মামলা হয়নি।