আকাশ মারমা মংসিং >>
‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস।
সোমবার (৮মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। এসময় বিভিন্ন হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে র্যালীতে অংশ নেন ছাত্র-ছাত্রী সহ উর্ধতন কর্মকর্তাগণ। র্যালীটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকী টাউন হলে শেষ হয়। শুরু হয় আলোচনা সভা
সভায় রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিগত করোনার সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা স্বাস্থ্য সেবা পরিচালনায় সবচেয়ে বেশি সহযোগিতা করে গেছে যা অতুলনীয় । তাই আগামীতেও সবসময় নিজেদেরকে মানবতার সেবায় নিয়োজিত রাখবে এই প্রত্যাশা রাখি।
রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের মানবিক কর্মকাণ্ডের জন্য এই ইউনিট জাতীয় ভাবে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে। বিগত সময়ে প্রাকৃতিক বিপর্যয় সহ নানা প্রতিকূলতায় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা সবসময়ই আর্থ মানবতার সেবায় নিয়োজিত ছিলো এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, সদস্য গাব্রিয়াল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার বিশ্বাস, রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি অমল কান্তি দাশ, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মারমাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।