প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন , পার্বত্য চট্টগ্রামে সর্বত্র শান্তির পায়রা উড়ছে। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, পাহাড়ি বাঙ্গালী একই সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের নাইক্ষ্যংছড়ির এক মাত্র দুই ইউনিয়নে বসবাসরত চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মেলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা, সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকু ক্রমান্বয়ে পুরণ করা হবে আশ্বাস দেন তিনি।
“সম্মেলনে যোগ দেওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চাকঢালা প্রধান সড়ক হতে নতুন চাক পাড়া পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ টাকার প্রকল্পে রাস্তা নির্মাণ ভিত্তি প্রস্তর ও ৬ লাখ টাকার প্রকল্পের চাক হেডম্যান পাড়া কালভার্টসহ ড্রেইন উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি”
এ সময় চাক সম্প্রদায়ের নেতারা জানান, এটি তাদের প্রথম সম্মেলন। বর্তমানে চাক উপজাতির সংখ্যা মাত্র সাড়ে ৫ হাজার।বান্দরবান জেলায় ১১ টি নৃ-গোষ্ঠী বসবাস করে। তার মধ্যে চাক উপজাতিরা একটি। তারা দেশের অতিক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম। আর এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থায়ী বাস শুধু নাইক্ষ্যংছড়িতে চাক সম্প্রদায়ের বসবাস।
সম্মেলনে চাক সম্প্রদায়ের কৌটা ভিত্তিক জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি ইউপি সদস্য তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমাসহ সর্বসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।