প্রতিনিধি রুমা >>
বান্দরবানের রুমায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে রুমা বাজার থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন প্লে কার্ড ও হাতে ব্যনার নিয়ে অংশ নেন রুমা বাজারের সচেতন নাগরিক সমাজ।
বক্তারা বলেন, গত সোমবার(১৬) রাতে মুলপি পাড়া হতে দুই ব্যক্তিকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করে মারাত্মকভবে আহত করে কেএনএফ নামধারী সন্ত্রাসীরা।শুধু তাই নয় তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে খবর দেওয়া নামে অভিযোগ তুলে অস্ত্রের তাক লাগিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। তাদের এই অমানবিক নির্যাতনের কারণে বিভিন্ন গ্রামের বসবাসরত সাধারণ মানুষ এখন আতঙ্কিত বিরাজমান। তাদের এই কর্মকাণ্ড দিন দিন বাড়তে থাকলে কোনো একদিন সাধারণ মানুষের লাশের সারি বয়ে যাবে। তাই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক চিংশৈথুই মারমা সঞ্চালনায় রুমা উপজেলায় চেয়ারম্যান উহ্লাচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা,পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, বড়থলি ইউপি চেয়ারম্যান আশৈমং মারমা, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শৈপ্রুচিং মারমা, অগ্রবংশ অনাথালয়ের অধ্যক্ষ নাইংডিয়া মহাথেরো,পলিকা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দাচিরিয়া মহাথেরোসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।