প্রতিনিধি রোয়াংছড়ি >>
রোয়াংছড়িতে খামতাং পাড়া থেকে আতঙ্কিত হয়ে ভয়ের পালিয়ে আসার আশ্রয়িত পরিবার মাঝে খাবার ও ওষুধ বিতরণ করেছে বান্দরবান সেনাজোন।
সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এসব চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও রোয়াংছড়ি উপজেলা পর্যটন স্পর্ট দেবতাকুম পরিচালনা কমিটির উদ্যোগে চাউল, ডাল,সহ খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
এসময় বান্দরবান সেনাজোনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের উপ অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।
গেল শুক্রবার খামতাং পাড়ায় কেএনএফ ও ইউপিডিএফ গোলাগুলি সময় ভয়ে পালিয়ে এসে রোয়াংছড়িতে আশ্রয় নেন ৫০টি পরিবার। এরপর থেকে নিত্য প্রয়োজনীয় খাওযা দাওয়া ছাড়াও স্বাস্থ্য সুরক্ষা ও আশ্রয়িত অসহায়দের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী প্রশাসন।
বান্দরবান সেনা জোনের উপ অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর দেশ রক্ষার কাজ ছাড়াও মানবতার কল্যানের কাজ করে যাচ্ছে। সে পরিস্থিতির স্বাভাবিক ফিরে না আসার পর্যন্ত এ সেবা চলমান রাখা হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কলেজ অধ্যক্ষ ও দেবতাখুম পরিচালনা প্রধান নিবার্হী কমিটির সম্পাদক জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, পরিচালনা কমিটির সভাপতি নুচমং মারমা, সদস্য কমল কান্তি বড়ুয়াসহ প্রমুখ।