প্রতিনিধি থানচি >>
বান্দরবানে থানচিতে পুকুরের পানিতে ডুবে ভারত চন্দ্র ত্রিপুরা (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ সকালে উপজেলা সদর ইউনিয়নের ব্যাপ্টিস মিশন সংলগ্ন সাধু যোসেফ পাড়ায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
পরে স্থানীয় ও গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভারত চন্দ্র ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে , গতকাল ইস্টার সানডে উপলক্ষে পরিবারের লোকজন রাত ১০ টার দিকে গীর্জা থেকে ফিরে এসে দেখেন বাসায় ভারত চন্দ্র ত্রিপুরা নাই। পরে পরিবারে লোকজন ও এলাকাবাসী তাঁকে খোঁজাখুঁজি করলেও আজ সকালে পুকুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, মৃগী রোগের আক্রান্ত কারণে পুকুর পানিতে পরার পর পর তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।