প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি >>
কক্সবাজারের রামুতে নাইক্ষ্যংছড়ি বিজিবির টহল দলের উপর চোরাকারবারীদের হামলায় ৪ বিজিবি সদস্য গুরুতর আহত ও এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
শনিবার আনুমানিক রাত ৯ টায় রামুর কাউয়ারখোপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিজিবির অফিসিয়াল প্রেস রিলিজে জানা যায়, বিজিবির টহল দলের সদস্যরা সীমান্তের চোরাই গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ির দিকে নিয়ে যাচ্ছিল। কাউয়ারখোপ নামক স্থানে পোঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সংঘবদ্ধ চোরাকারবারী ও স্থানীয় সহযোগী সহ দুই থেকে তিনশত লোক দেশীয় অস্ত্র, লাঠিশোঠা ও ইটপাটকেলসহ বিজিবি টহল দলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়।
এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। হামলায় বিজিবির চার সদস্য গুরতর আহত হন। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি ক্রীচ ও একটি দা উদ্বার করতে সক্ষম হয় বলে ১১বিজিবি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।