প্রতিনিধি রুমা>>
রুমায় গরীব,অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার (১এপ্রিল) বিকেলে বান্দরবানে রুমা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ১৫০জন শিক্ষার্থীর ও প্রায় ২শতাধিক গরীব,অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রুমা ব্যাটালিয়ন (৯বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সামিউল এবাদ খান জানান, প্রধানমন্ত্রী ও মহাপরিচালক বিজিবি এর দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারাদেশে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
বিতরণকালে পিএসসি ও বিএ-১০২০৮০ মেজর এস.এম শাহাবুদ্দীন আহমেদ, মেডিকেল অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।