মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :
প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা প্রতিটি পাহাড়ে জুমে বীজ বপনের উৎসব শুরু:ব্যস্ততা পাড় করছেন জুমিয়ারা বান্দরবানে শান্তি ফিরিয়ে আনতে হবে- ক্যশৈহ্লা সীমান্তে মাইন বিস্ফোরণে এক শ্রমিক নিহত সীমান্তে কেএনএফ পুতে রাখা আইইডি বোমা বিস্ফোরনে এক যুবক নিহত  বান্দরবান -রাঙ্গামাটি সীমান্তে কেএনএফ ও সেনাবন্দুক যুদ্ধে নিহত ২ আহত ২ রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত পরিবেশ বিপর্যয়ের প্রভাবে রূপ হারাচ্ছে সাঙ্গু নদী  পাহাড়ের পানি সংকট স্থায়ী নিরসনের জন্য শুরু হবে বাঁধ নির্মান কোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বান্দরবানে বৌদ্ধ অনাথালয়ে পাহাড় কাটা মেলা

পাহাড় কণ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৬১ জন নিউজটি পড়েছেন

আকাশ মারমা মংসিং>>

পার্বত্য অঞ্চলে পাহাড় ও টিলা কর্তন অনুমতি না থাকলেও ধর্মের দোহাই নামে চলছে পাহাড় কাটা মহোৎসব। এসব মহল কোন আইন না মেনে নিজ সেচ্ছায় বিশাল পাহাড় কেটে সুবিধা হাসিল করছে। তাছাড়া প্রতিনিয়ত নামে বেনামে পাহাড় কাটা এক একটি যেন মেলারুপ ধারণ । যেটি কারনে হুমকিতে পড়েছে পরিবেশ বিপর্যয় আবার ধ্বসে পড়ছে পাহাড়।

খোজ নিয়ে জানা গেছে, বান্দরবান পৌর এলাকার রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন বান্দরবান বৌদ্ধ আনাথালয়ের ছাত্রাবাসের পাশে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। রাতে কিংবা দিনে পাহাড় কেটে সাবাড় করছেন পাহাড় খেকো মো, ইয়াছিন নামে এক ব্যক্তি। এই ব্যাক্তি শুধু এক জায়গায় নয় বিভিন্ন স্থানে বড় বড় স্কটেভেটর সাহায্যে বিশাল পাহাড়কে সমতল করা কাজ যেন তার কাছে হাতের ধুলো। বিভিন্ন মানুষের কাছ থেকে কন্ট্রাক নিয়ে পাহাড় কাটার তার পেশা। তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কাছে একাধিক বার মামলা ও জেল খেলেও এটি যেন তার কাছে তুচ্ছ ঘটনার মতন। একদিকে মামলা আবার অন্যদিকে পাহাড় কাটার মেলা। বান্দরবানে জেলায় পরিবেশ ধ্বসকারী ও পাহাড় খেকো নামের তালিকায় প্রথম সারিতে রয়েছেন মো, ইয়াছিন নামে এই ব্যক্তি।

আরো জানা গেছে, তার বাড়ি কালাঘাটা নোয়াপাড়া গ্রামের বসবাস। পরিবারের সদস্য দুই ভাই। তিনি সবার চেয়ে ছোট। বিগত ২০১০ সাল থেকে পাহাড় কাটা নাম লিখেন। সেটি পর থেকে কন্ট্রাকে শুরু হয় পাহাড় কাটা । স্থানীয়রা নাম দেন পাহাড় খেকো মো, ইয়াছিন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বান্দরবান বৌদ্ধ আনাথালয়ের ছাত্রাবাসে ভিতরে উন্নত মানের স্কেভেটর সাহায্যে চলছে বিশাল পাহাড় কাটা। ইতি মধ্যে প্রায় দৈর্ঘ্য ৩০০ ফুট, উচ্চতায় ৮০ ফুট ও প্রস্থে ৪০ ফুট পাহাড় কেটে অন্যত্রে মাটি নিয়ে যাওয়া হয়েছে। বিগত ১৫ দিন ধরে ধর্মের দোহাই দিয়ে স্কেভেটর সাহায্যে রাত্রিকালীন চলে নির্বিচারে পাহাড় কাটা। আবার সেই মাটি বিক্রি জন্য ব্যবহার করা হয়েছে তিন থেকে চারটি ট্রাক ডাম্পার। সেই মাটি অন্যজনের কাছে বিক্রি করছে বালাঘাটা এক ডিপোতে। প্রতি গাড়ি অর্থ ঢুকে দ্বিগুন টাকা। এক কথা যাকে বলা হয় অন্য গাছের ওপর জন্মে যে গাছ। এই পাহাড় কাটার ফলে ওই সড়কের যাতায়াতের ছাত্র-ছাত্রীদের উপর পাহাড় ধ্বসে পড়ে মৃত্যু কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

পরিবেশ অধিদপ্তর তথ্যনুযায়ী, গেল বছরে কালাঘাটা বীর বাহাদুর নগরে রাত্রীকালী বিশাল পাহাড় কেটে জরিমানা গুনেন মো, ইয়াছিন। সেটি পর থেকে রেইছা, গোয়ালিয়া খোলাসহ বিভিন্ন স্থানে স্কেটেভেটর সাহায্যে মাটি কাটেন লুকোচুরি করে। কিন্তু সেইখানে বিক্রি করেন বিভিন্ন গণমান্য ব্যক্তির মানুষের নামে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা ৬ এর (খ) স্পষ্ট বলা হয়েছে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কতৃর্ক সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না। কিন্তু এই আইন মানে বা কে!

স্থানীয় কয়েকজন জানান, অনাথালয়ের ভিতরে রাত নামলেই মাটি কাটা চলে। এটি কারণে আশেপাশে মানুষের বিরক্তিকর হয়ে উঠেছে। তাছাড়া মাটির কাটার ফলে সড়কের অবস্থা ধুলোতে পরিণত হয়েছে। হাল্কা বৃষ্টি পড়লে সড়কে দুর্ঘটনাও ঘটতে পারে।

এব্যাপারে মো, ইয়াছিনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারে কল যায়নি।

বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের অধ্যক্ষ তিক্ষিংন্দ্র মহাথেরো বলেন, মাটি ব্যাবসায়ী মো, ইয়াছিন কোনরুপ টাকা ছাড়াই মাটি কেটে দিচ্ছেন্। তবে তার কেভেটর ও ডাম্পার ( মিনি ট্রাক) খরচ বহন করার জন্য মাটি গুলো অন্যত্র বিক্রি করছেন। তাছাড়া অনাথালয়ে অবিস্থানরত শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য সড়ক নির্মাণের কাজে মাটি ব্যাবসায়ী ইয়াছিনের মাধ্যমে পাহাড়টি কাটা হচ্ছে।

পাহাড় কটতে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে অধ্যক্ষ জানান, পৌরসভা থেকে সড়ক নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছলেন জনৈক জনপ্রতিনিধি। ফলে তাদের ভবিষ্যৎ কাজকে সহজ করে দিতে পাহাড়টি কাটা হচ্ছে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী জানান,পাহাড় কাটা ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে । এই বিষয়ে অধ্যক্ষ ও ইয়াছিনের বিরুদ্ধে অবৈধ ভাবে পাহাড় কাটার অপরাধে আনফোর্সমেন্ট মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!